ক্রিকেট বাঘর্র্ণা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ক্রিকেট বাঘ্র মাশরাফি
দেখায় শুধু ভয়,
সে কখনো খেলা নিয়ে
করে নাকো নয়- ছয়।
.
ক্রিকেট বাঘ্র মাশরাফি
শক্রুদের চোখের শূল,
তাকে নিয়ে সর্বদা চিন্তায় থাকে
কবে জানি হয় তাদের ভুল।
.
ক্রিকেট বাঘ্র মাশরাফি
বঙ্গ ক্রিকেটের সেরা বাঘ,
তাকে দেখেই এমনিতেই শত্রুর মনে
বসে যায় পরাজয়ের দাগ।
.
ক্রিকেট বাঘ্র মাশরাফি
বঙ্গ ক্রিকেটের সেরা মূল্যবান,
তিনি আছে বলেই
বঙ্গ ক্রিকেটের বেঁচে আছে প্রাণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০২-২০১৮ ১৯:৪৪ মিঃ

বাঘ্র হবে