তোমার মত
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে ম্যাশরাফি তোমার মত ক্রিকেটার
হয়তো আর কস্মিকালেও জন্মাবে না বাঙলার বুকে,
তোমার মত তেজীয়ান খেলোয়াড় হয়তো
পাবে না বঙ্গ দেশের ক্রিকেট।
.
তুমি ইতিহাস হয়ে বেঁচে থাকবে হে মাশরাফি
বঙ্গ দেশের সকল ক্রিকেটার তোমায় মনে রাখবে,
তুমি যে অবিনশ্বর - চির অম্লান
তোমার মৃত্যু বলে কিছু নেই।
.
তুমি বেঁচে থাকবে সকল ক্রিকেট প্রেমীর মাঝে
তুমি বেঁচে আছো,
এবং বেঁচে থাকবে
তোমার নামের সনে মৃত্যু নামটা উপহাসের
আমি কখনো কোনদিন ভাবি না তুমি মারা যাবে
কারণ, তোমার মৃত্যু বলে কিছু নেই
তুমি চিরঞ্জীব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।