হাঁটুর রক্ত
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হাঁটুর রক্ত দরবিগলিত হয়ে
মাঠ রঙ্গীন করছে,
মাঠ যেন কোন রঙ্গীন পোষাক পড়েছে।
.
মাশরাফির রক্তে
মাঠ ভীষণ রঙ্গীন হয়েছে,
সজীব ঘাস
রক্তবর্ণ হয়েছে।
.
মাঠের নিচের ব্যাকটেরিয়া
গুলো,
মাশরাফির কান্ড দেখে কাতরাচ্ছে
রক্ত খেতে খেতে তাদের
রক্ত অসুখ হয়েছে।
.
তবুও মাশরাফির রক্ত বন্ধ হচ্ছে না
খেলার নেশায় ছেলেটি মত্ত হয়ে আছে,
বলের পর বল করেই চলছে
বঙ্গ মায়ের সম্মান ফিরাবে বলে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।