পারলে ভালবাসা দাও
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মাশরাফি কে নিয়ে বচসা করো না হে ক্রিকেটার
মাশরাফি কে নিয়ে বচসা করলে পাবে নাকো ছাড়,
মাশরাফি যে ক্রিকেট ঈশ্বরের দান
তিনি আছে বলেই বঙ্গ ক্রিকেটের বাড়ছে যে মান।
.
মাশরাফি যে বঙ্গ ক্রিকেটের বন্ধু স্বরূপ
তুমি তো দেখতে পাও্ মাঠে তার হিংস্র রূপ।
কেমন করে বাঘ্র হুঙ্কারে দমিয়ে দেয়
বিপক্ষ দল কে,
তার মাঝে ক্রিকেট ঈশ্বরের ভালবাসা আছে যে।
.
মাশরাফি কে নিয়ে বচসা করো না হে ক্রিকেটার
মাশরাফি যে বঙ্গ ক্রিকেট তথা দেশ মাতার,
মাশরাফি যে দেশ মাতার বাড়িয়েছে কদর
কিসে তারে নিয়ে বচসা করো,
পারলে করো বুক ভরা ভালোবাসা আদর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।