কথা- বার্তা নিত্য হচ্ছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কথা- বার্তা নিত্য হচ্ছে
যশোহর কন্যা কবিতার সনে,
তার প্রেমে পড়েছে মন
ভাবে তারে ক্ষণে ক্ষণে।
.
বাজখাঁই স্বর
স্বভাবে অনড়,
মাঝে মাঝে বাক্ বিণ্ডুতা হয়
তবুও কিসে মন ভাবে না তারে পর।
.
যশোহর কন্যা কবিতা
দেখতে ভয়ানক,
মন কেন তার বক্ষে আঁকতে চায়
ভালবাসার ছক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।