ছুড়ি- ইয়াং ডেভিট
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ছুড়ি মাশরাফির পা কাঁটতে চায় না
ইয়াং ডেভিট বলে ওহে ছুড়ি কাটিস না কিসে,
না আমি মাশরাফির হাঁটুর মাংস কাঁটতে পারবো না
জানো তো মাশরাফি কে ভালবাসি।
.
ছুড়ির কথা শুনে ইয়াং ডেভিট কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়
কিছু বলতে চায়, আবার বলতে পারে না
এ কেমন ছুঁড়ি কথা বলে।
.
তুমি তো জানো ইয়াং ডেভিট মাশরাফি
কে আমি ভালবাসি,
আমার ভালোবাসার মানুষের কেমনে রক্ত ঝড়াই
তুমি বলোতো ইয়াং ডেভিট?
.
তোমার মাশরাফি কে বাঁচাতে হবে তাই তো তোমায় বলেছি
কাঁটতে,
তুমি যদি মাশরাফির মাংস না কাটো
তাহলে তো সে ভালো হবে না।
.
ইয়াং ডেভিটের কথা শুনে ছুঁড়ি ক্রন্দন করে
আর মাশরাফির হাঁটুর
মাংস কেটে দেয়,
হাড়ের জয়েন্ট ঠিক করবে যে ডাক্তার ইয়াং ডেভিট
শুনতে হবে ডাক্তার কথা নচেৎ আমার মাশরাফি...
এই ভেবে ছুঁড়ি মাশরাফির পা কাঁটে আর কাঁদে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।