এম.বি রহমান
- ফাইয়াজ ইসলাম ফাহিম
এম.বি রহমান ভাই
.
.......ফাইয়াজ ইসলাম ফাহিম
.
হে এম.বি রহমান ভাই
তুমি কি শুনছো তোমার কাছে কি চাই,
যতই তোমার দ্বারে নাড়ি কড়া
ততই বিরক্ত হও কিসে হয়ে মনমরা।
.
হে এম.বি রহমান ভাই
" কবিতায় মাশরাফি " গ্রন্থের মুক্তি চাই,
যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাও তবে সত্যি করে বলো
করো নাকো ধানাই- পানাই।
.
হে এম.বি রহমান
তোমার মন কি নদীর মত বহমান,
আমি চাই " কবিতায় মাশরাফি " গ্রন্থের মুক্তি
তুমি যা বলবে তাই শুনবো মেনে নিবো
সকল চুক্তি।
.
হে এম.বি রহমান ভাই
যদি পারো বলো মন খোলসা করে,
কবে " কবিতায় মাশরাফি "গ্রন্থ
পৃথিবীর মুখ দেখবে
সেই যাতনায় মম বক্ষ যে পোড়ে।
.
রচনাকালঃ ০৬/০৩/২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।