চাঁদেরহাট
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - প্রেমের কবিতা
চাঁদেরহাট
=========
আব্দুল্লাহ আল মামুন
আমি পূর্ণতা অনুভব করি।
স্নিগ্ধতা অনুভব করি প্রাণে।
জেগে উঠার উচ্ছাসে।
বাংলার মাঠে, ঘাটে বনে।
কবিদের চাঁদের হাটে।
আমি জেগে উঠি বাংলার বুকে।
নতুন করে জেগে উঠার সুখে।
আমি দেখিতে পাই সুখ।
যখন জেগে উঠে যুবাদের বুক।
যখন মাঠে থাকে ভরা পুর্ণিমা।
আমি যৌবন দেখি চাঁদেরহাটে।
আমি কাব্য দেখি এই বাংলার মাঠে।
আমি স্নিগ্ধতা খুঁজে পাই কৃষকের হাসিতে।
প্রাণ খুঁজে পাই মানুষের যৌবনে।
আমি প্রেম দেখি।
বাতাবিলেবুর গন্ধে।
মাঠে মাঠে জোড়া শালিকের প্রেমে।
আবার মাঠের কোণে সূর্যি মামা নামে।
ভরা দুপুরে কৃষকের বুক ভরা ঘামে।
আমি আমার সব খুঁজে পাই।
এই ভরা যৌবন খুঁজে পাই।
এই বাংলার পথে।
কৃষাণীর এক চিলতে হাসি মাখা ঠোটে।
গ্রাম্য বধূর লজ্জাবতী মুখে।
আমি পৃথীবীর সুখ খুঁজিয়া পাই।
খুঁজিয়া পাই বাচার মানে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 6টি মন্তব্য এসেছে।
৩০-০৩-২০১৮ ১৯:৫৯ মিঃ
অদ্ভুত সব ভাবনা
++++++++++++
মোঃ আব্দুল্লাহ আল মামুন
মেয়েটা ভাবে "
ছেলেটা তার দেহের প্রতি লোভী।
ছেলেটা ভাবে "
মেয়েটা তার অর্থের লোভে ব্যাস্ত
অর্থ ছাড়া কিছু চিনে না '
বড়লোকেরি প্রেমিকা থাকে "
তাই মেয়েরা লোভী '
কি অদ্ভুত মানুষের ভাবনা।
যে কবিতাটা পড়ছে "
সেও না বুঝে কত কি ভাবছে '
লেখকটা আস্ত বোকা '
কি লেখতে হবে বুঝেই না।
ভাবনা গুলো একদিন থাকবেনা '
না থাকবে তুমি '
থেকে যাবে এই পৃথিবী '
অনন্ত কাল ধরে সে ছিল।
মেয়েটাও ভাবে ছেলেটি প্রতারক '
মেয়েদের বুঝে না '
বুঝে শরীর ' মাংনা পিন্ড '
ছেলে টা কি ভাবে "
তা দেখার নেই কেও '
এটাই তার ভাবনা ''
কি অদ্ভুত আধুনিক জগৎ "
সবার ভাবনা গুলো "
মানসিক রোগীর মত '
এটা ভাবে এ মানুষ গুলো '
অথচ তার মনেও লুকিয়ে আছে "
সেই ভাবনা গুলি '
অদ্ভুত সব ভুতুড়ে ভাবনা।
ভাবে সেই মহাজন।
আমিই সবচাইতে গুরুজন।
আমি সবার গুনিজন '
তাই তার অহংকার বড়।।
একদিন ছেলেটা সাথে মেয়েটার।
মেয়েটা সাথে ছেলেটার '
একটা স্পর্শকাতর প্রেম হয়।
দুজনেই স্ব স্বাধীনতায় বিশ্বাসী "
বিশ্বাসী অদ্ভুত ভাবনার ফাঁদে '
তাই তাদের প্রেম কাঁদে '
ছিন্ন হয় অদ্ভুত ছলনার ফাঁদে '
স্পর্শকাতর "লুতুপুতু প্রেম '
মহাজন, গুনিজন ভাবে প্রভাতে '
মেয়েরা আছে তার হাতে "
সবাইকে পারে সে ভোলাতে "
মিষ্টি কথার ছলেতে "
সবাই নাচে তার কথাতে '
সে আছে খুব সুখেতে "
সে আছে কি অদ্ভুতুড়ে চিন্তাতে '
সেটা আসে না তার মগজে '
আজো আসে নাই কল্পনাতে
ভুলে ভরা কল্পনাতে "
ভুলে ভরা ভাবনাতে "
০৭-০৩-২০১৮ ১২:১৬ মিঃ
চাঁদেরহাট
=========
আব্দুল্লাহ আল মামুন
আমি পূর্ণতা অনুভব করি।
স্নিগ্ধতা অনুভব করি প্রাণে।
জেগে উঠার উচ্ছাসে।
বাংলার মাঠে, ঘাটে বনে।
কবিদের চাঁদের হাটে।
আমি জেগে উঠি বাংলার বুকে।
নতুন করে জেগে উঠার সুখে।
আমি দেখিতে পাই সুখ।
যখন জেগে উঠে যুবাদের বুক।
যখন মাঠে থাকে ভরা পুর্ণিমা।
আমি যৌবন দেখি চাঁদেরহাটে।
আমি কাব্য দেখি এই বাংলার মাঠে।
আমি স্নিগ্ধতা খুঁজে পাই কৃষকের হাসিতে।
প্রাণ খুঁজে পাই মানুষের যৌবনে।
আমি প্রেম দেখি।
বাতাবিলেবুর গন্ধে।
মাঠে মাঠে জোড়া শালিকের প্রেমে।
আবার মাঠের কোণে সূর্যি মামা নামে।
ভরা দুপুরে কৃষকের বুক ভরা ঘামে।
আমি আমার সব খুঁজে পাই।
এই ভরা যৌবন খুঁজে পাই।
এই বাংলার পথে।
কৃষাণীর এক চিলতে হাসি মাখা ঠোটে।
গ্রাম্য বধূর লজ্জাবতী মুখে।
আমি পৃথীবীর সুখ খুঁজিয়া পাই।
খুঁজিয়া পাই বাচার মানে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।