চিকুর রাণী
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে চিকুর রাণী তোমার চিকুরের সুবাসে মনের
হায়া গেছে খুঁয়ে,
চিত্তাকর্ষক চিকুর দিয়ে
মম ললাট দাও ছুঁয়ে।
.
তোমার চিকুর
মনের নভ- অঙ্গন করেছে
উদ্বেল,
ভালবাসা দাও হে চিকুর রাণী
কোরে দাও মোরে হিমেল।
.
হে চিকুর রাণী
করো না মোরে পদলেহন,
ভালবাসি সত্যি তোমায়
যদিও তোমার কাছে মনে হয় অরণ্যে রোদন।
.
হে চিকুর রাণী
তুমি যে মোর আশা,
তোমার চিকুরগুচ্ছ দিয়ে
প্রেম রাজ্যে তৈরি করব যে বাসা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।