ভাল থেক প্রিয়তমা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমায় দেখে মম মন কুর্দন করে
মস্তিষ্কে উন্মাদনা ছড়িয়ে পড়ে,
দিন দিন তোমার প্রতি দৌর্বল্য
বেড়ে চলছে।
.
মম কঠিন মনের পাহাড়
বরফ হয়ে গলে
তোমার রূপের উষ্ণতার ফলে,
হে অনি তোমার কাকচক্ষু নয়নের পানে শতবার চেয়েছিলাম
কেন আমার এমন হচ্ছে
কিন্তু তোমার নয়নের কোন সাড়া পাইনি।
.
নির্লজ্জ্বের মত কোরে তোমায়
বারংবার বিরক্ত করেছি,
তোমায় খুব ভালো লাগে
জানি না এ ভালোলাগা কোথা থেকে জাগে।
.
হে অনি আমি তো তোমার কাছে মামুলি
তবুও হতে চাই তোমার প্রেমের দিবাকর,
জানি উপহাস করবে
বলবে থেক না সখা আমার জন্য দিবাস্বপ্নে বিভোর।
.
তোমার তো তুমি আছে
তাই তোমার মন ভাল আছে,
হে অনি
হে আমার কল্পনার রাণী ভাল থেক
আজ থেকে কখনো তোমায় বিরক্ত করবো না।
.
তোমায় ভালবাসি এ বাক্য কখনো মুখ ফুটিয়ে বলতে চাই না
শুধু বলতে চাই তোমার তুমি কে নিয়ে ভাল থেক,
আমার ভালবাসা ভালোলাগা শব্দের মাঝে বন্দি থাকুক.....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৪-০৩-২০১৮ ২১:৪২ মিঃ

নির্লজ্জ্বের মত কোরে তোমায়
বারংবার বিরক্ত করেছি,
তোমায় খুব ভালো লাগে
জানি না এ ভালোলাগা কোথা থেকে জাগে।
.