বুলবুলি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বুলবুলি আমার বুলবুলি
কবে তুই আমার হবি
ও বুলবুলি
ও আমার বুলবুলি।
.
তোর রূপের নেশায় হইছি আগুন
ভালবেসে কররে আমায় আদর
করে দে আমায় খুন
ও বলুবুলি ও আমার বুলবুলি।
.
তোর ঐ নরম নরম
শরম শরম গা,
একটু আমায় ছুঁইতে দে
আমার সবকিছু দিবো যা তুই নিয়ে যা
ও বুলবুলি ও আমার বুলবুলি।
.
তোর সনে বাসর করবো এই মধু রাতে
চুমায় চুমায় ভালবাসা মাখবো
তুই ছাড়া কেউ থাকবে আমার সাথে
ও বুলবুলি ও আমার বুলবুলি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০৪-২০১৮ ১০:৪৫ মিঃ

আইটেম গান