যৌবনের ফুলকি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে তিলোত্তমা অঙ্গনা হে যৌবনের ফুলকি
আমায় একটু পুড়তে দাও তোমার যৌবনের ফুলকিতে,
আমি তোমার যৌবন ফুলকিতে পুড়তে চাই
নিজেকে শেষ করতে চাই তোমার যৌবনের ফুলকিতে।
.
বচসা করো না হে তিলোত্তমা
প্রেমের বজ্রনাদে আমায় মের্ না,
আমায় তোমার যৌবন ফুলকিতে পুড়িয়ে মারো
হে তিলোত্তমা অঙ্গনা।
.
আমি কোন রোনাজারি করবো না
আমি কোন প্রতিবাদ করবো না
আমি কোন সঙ্কোচ করবো না
আমি কিছুই করবো না
আমি শুধু তোমার যৌবন ফুলকিতে পুড়ে মরতে চাই
নিজেকে শেষ করতে চাই
.
হে তিলোত্তমা অঙ্গনা
হে আগুনের ফুলকি
নিশ্চুপ থেকো না আমায় পুড়িয়ে দাও
তোমার যৌবন ফুলকি দিয়ে।
.
আমার আশ পূরণ করে দাও
আমি তোমার পাবন্দ বলছি
আমি তোমার পাগল বলছি
আমায় তোমার যৌবন ফুলকিতে পুড়িয়ে মারো
আমি আমৃত্যু তোমার যৌবন ফুলকিতে পুড়তে চাই....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২২-০৪-২০১৮ ১৮:২২ মিঃ

হে তিলোত্তমা অঙ্গনা হে যৌবনের ফুলকি
আমায় একটু পুড়তে দাও তোমার যৌবনের ফুলকিতে,
আমি তোমার যৌবন ফুলকিতে পুড়তে চাই
নিজেকে শেষ করতে চাই তোমার যৌবনের ফুলকিতে।
.

২২-০৪-২০১৮ ১৮:২২ মিঃ

হে তিলোত্তমা অঙ্গনা হে যৌবনের ফুলকি
আমায় একটু পুড়তে দাও তোমার যৌবনের ফুলকিতে,
আমি তোমার যৌবন ফুলকিতে পুড়তে চাই
নিজেকে শেষ করতে চাই তোমার যৌবনের ফুলকিতে।
.