প্রেমের গঙ্গা ফড়িং
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে প্রেমের গঙ্গা ফড়িং
শিঞ্জনী পরে যাচ্ছ তুমি কই,
তোমার আশায় পথের বাঁকে
নিত্য বসে রই।
.
হে প্রেমের গঙ্গা ফড়িং
করো নাকো নিত্য,
তোমায় দেখে পাগল হচ্ছে
মম চিত্ত।
.
হে প্রেমের গঙ্গা ফড়িং
হয়ে নাকো রক্ত পিাপাসু,
তোমায় পেলে প্রেম রোগের
হবে যে আশু।
.
হে প্রেমের গঙ্গা ফড়িং
আছো তুমি মোর চিন্ময়ে,
ভালবাসা না দিলে মরে যাবো
মিশে যাবো মৃন্ময়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।