রিম্ ঝিম্ বৃষ্টি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

রিম্ ঝিম্ নেচে নেচে
বৃষ্টি পড়ছে খুব,
বৃষ্টির আজ আনন্দের দিন
সবাই আজ নিশ্চুপ।
.
রিম্ ঝিম্ নেচে নেচে
বৃষ্টি টিনের চালে তোলে তান,
ছোট্ট খোঁকা খিল খিলেয়ে হাসে
ফিরে পায় আনন্দের প্রাণ।
.
রিম্ ঝিম্ নেচে নেচে বৃষ্টি পড়ে
কোলা- হোলা ব্যাঙ
বৃষ্টির জলে আনন্দ করে।
.
রিম্ ঝিম্ বৃষ্টি মনে দেয় দোলা
বৃষ্টির সনে বুড়ো বুড়ি
করে হৈ হোল্লা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।