নষ্ট মেয়ে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
নষ্টা একটা মেয়ের প্রতি
খাইছি আমি ক্রাশ,
নষ্ট মেয়ের জন্য
আয়ু দিন দিন পাচ্ছে আমার হ্রাস।
.
নষ্ট মেয়ের টেনশনে আসে না ঘুম
নষ্ট মেয়ের ফোন ওয়েটিং থাকে
কখনো থাকে সে ডেটিং রুম।
.
নষ্ট মেয়ের কষ্ট বোঝার নেই কোন সাধ্য
কথা দিয়ে কথা রাখে না
বারংবার হয় অবাধ্য,
নষ্ট মেয়ের ভক্কর- চক্কর কথায় মন যায় গলি
আমায় নিয়ে নষ্ট মেয়ে খেলে প্রেম হলি।
.
নষ্ট মেয়ের কাছে আমি অবহেলার পাত্র
তাই আমার আবেগ ভালবাসা ফেলে দেয় যত্রতত্র,
নষ্ট মেয়ে আমার কষ্ট চায় না জানতে
আমি বা তার কে চাইবে যে আমার কথা মানতে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০১-০৫-২০১৮ ২২:৫৩ মিঃ
নষ্ট মেয়ের টেনশনে আসে না ঘুম
নষ্ট মেয়ের ফোন ওয়েটিং থাকে
কখনো থাকে সে ডেটিং রুম।
.

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।