আলেকজান (২)
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আলেকজান কোথায় তুমি
আর লাগে না একা ভালো,
ভালবাসা দাও হে আলেকজান
বাড়িয়ে দাও মনের আলো।
.
আলেকজান তোমার জন্য
আমার চোখে আসে নাকো ঘুম,
জ্বলছে দেহ পুড়ছে সব
দাও না প্রেম চুম।
.
আলেকজান শুনছো কি
নেই যে আমি সুখি,
ভালবাসা দাও আমায়
নচেৎ হবো যে আমি চির দুঃখী।
.
আলেকজান তুমি যে মোর সব
ভালবাসা দাও,
নিশ্চুপ থেকো না
হও একটু সরব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।