পার্বতী
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে পার্বতী রাগ করো কিসে
তোমার তরে আমার ভালবাসা আছে যে মিশে,
হে পার্বতী তোমায় কখনো পারব না ভুলতে
তুমি ছাড়া কেউ নেই আমার এই প্রেম কূল'তে?
.
হে পার্বতী তুমি যে আমার দ্যুলোক- ভূলোক
তুমি যে আমার সবিতা,
তুমি ছাড়া মনে কেউ নেই
তুমি যে হয়েছো ভবিতা।
.
হে পার্বতী তোমার জন্য ভেঙ্গেছি সব রীতি
শোহরত করেছি তুমি যে আমার,
ত্রিশঙ্কু অবস্থায় ফেলো নাকো
নচেৎ মৃত্যু ছাড়া নেই যে কোন আমার গতি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।