প্রেমের বিদ্যুত
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার রূপের বিদ্যুত দিয়ে আমার অবুঝ মন কেন শক দাও হে মরিয়ম
আমি তোমার পাগল বলে রূপের বিদ্যুতের শক দিয়ে চলছো হরদম,
হে মরিয়ম আর তোমার রূপের বিদ্যুৎ দিয়ে আমায় শক দিও না
পারলে ভালবাসার বিদ্যুত দিয়ে শক দাও
আমি মরতে রাজি, তবে রূপের বিদ্যুত দিয়ে আমায় শক দিও না অবুঝ মন কে কষ্ট দিও না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।