উন্নত বাঙালি
- মুহাম্মদ হেলাল উদ্দিন

একদিন বাংলার আকাশে ধ্বনিবে -----------

আজিকার স্বপ্নের স্বাদ ,উচ্চ করে শির

বিচরণ করিবে বিশ্বজুড়ে বাঙ্গালি

রচিবে নব দিগ্বিজয়ী জ্ঞানভান্ডার ।

বিজ্ঞানমনষ্ক চিন্তাশীল পুরো জাতি

মননে - মানষে কল্পনায় জ্ঞান

চক্ষে ফুটিবে প্রজ্ঞা ,

রাগ - বিরক্তি বিসর্জন দিয়ে

গড়িবে সর্বোচ্চ বিশ্বসভ্যতা ।






কোথাও ধ্বনিবে না কোন অভাবীর ক্রন্দন,

কোন মায়ের আর্তনাদ । ছিন্নমূলের

থাকিবে আধূনিক আবাসন ,পাবে

শিক্ষার অফুরন্ত সুযোগ ।

বঞ্ছিত রহিবে না কেউ আধূনিক চিকতসার সুযোগ

উন্নয়নের সকল সূচকেই হব জগতসেরা

বিশ্বপ্রভুর অপার করুনায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।