নারীর সৌন্দর্য কে ভালবাসি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমি নারীর প্রতি আসক্ত নই
আমি নারীর সৌন্দর্যের প্রতি আসক্ত।
.
আমি নারীর ভালবাসায়
জ্বলতে চাই না,
আমি নারীর সৌন্দর্যের আলায় জ্বলতে চাই
.
আমি নারী কে পূজা করি না
আমি নারীর সৌন্দর্যের পূজা করি,
.
আমি নারী কে ভালবাসতে চাই না
কিন্তু, নারীর সৌন্দর্য বারংবার
আমায় ভালবাসতে আমন্ত্রণ জানায়।
.
আমি নারী কে ভাবতে চাই না
কিন্তু নারীর হেমাঙ্গ
আমায় ভাবায়,
আমায় কামনাকে উস্কে দেয়।
.
আমি নারীর পাশে দাঁড়াতে চাই না
কিন্তু নারীর সৌন্দর্য চুম্বক আমায় টানে,
আমি নারী কে কখনো ভালবাসি না
আমি নারীর সৌন্দর্য কে ভালবাসি
তাই ঘুরে ফিরে নারীর সৌন্দর্যের দরগায় আসি?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।