রা-ণী
- ফয়েজ উল্লাহ রবি

হৃদয় দিয়ে ভালোবেসে
ওগো প্ররাণ পাখি,
কোথায় গেলে দূরে সরে
দিয়ে মোরে ফাঁকি ।
তুই যে আমার সাত রাজার ধন
আমার চোখের মণি,
তোর মাঝেতে পাইযে খুঁজে
আমার সুখের খনি।
মিষ্টি মধুর এই সুর যে তোর
কানে বাজে ধ্বনি
আয় ফিরে আয় বুকে আমার
তুই যে আমার রাণী।

ডিসেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।