লাজুক মেয়ে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

লাজুক মেয়ে লজ্জা করো কিসে
তোমার তরে মনটা আমার গেছে যে মিশে,
লাজুক মেয়ে মরিয়ম
কেন করো মোরে ভয়
আমার মন ফিরিয়ে দাও করো নাকো নয়-ছয়।
.
লাজুক মেয়ে মরিয়ম
ভালবাসতে চাই তোরে,
বউ করে আনতে চাই
ভালবাসার ঘরে।
.
লাজুক মেয়ে মরিয়ম
করো নাকো লজ্জা,
লজ্জা তোমার কেড়ে নেবো
যখন হবে ফুলশয্যা।
.
লাজুক মেয়ে মরিয়ম
তোমার মনে লজ্জা করো নাকো আর চাষ,
ভালবাসা দাও মোরে
পূরণ করো শুচি আশ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।