বুভুক্ষুদের দুঃখ পেতে নেই
- নাহিদ সরদার
বুভুক্ষুদের দুঃখ পেতে নেই
মো: নাহিদ সরদার
তোমার পূর্বপুরুষেরা কেউ কেউ খেয়েছে অাধুনিক
কেউ কেউ খেয়েছে অাদিম
তোমাকেও তাই খেতে হবে
সুখে - সুখে মিলে তৈরী হয়েছে জান্নাত
দুঃখে - দুঃখে মিলে জাহান্নম
আর দুঃখ ও সুখের মিলনই পৃথিবী।
অতএব বুভুক্ষুরা থেকে যাবে
বড় লোক থেকে যাবে
সুখ থেকে যাবে
দুঃখ থেকে যাবে
এদের নিস্তার ধ্বংসই
সেহেতু বুভুক্ষুদের দুঃখ পেতে নেই।
১২/০৫/২০১৭
শনিবার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।