মজুরি
- নাহিদ সরদার

মজুরি
মো: নাহিদ সরদার

সর্বদা মজুরি পরে, কালিমাখা নোংরা জামা
মজুরির চোখে লেখা থাকে ক্লান্তনামা।
মজুরির গায়ে থাকে রক্ত কাদা ঘাম
আর থাকে আকাশ দেখানো রুটি ও হাত ধুঁয়ে নেওয়া পানির মতো ডাউলের দাম।
মজুরির চোখে থাকে রাতজাগা ক্লান্তির সুস্পষ্ট ছাপ,
মজুরি বেতনের পা ধরে বলে অধিকার চাই
ওরে ও সর্বনাশার বাপ।
মজুরি সে'তো খেটে খাওয়া মানুষের কোনোমতে কেটে যাওয়া একটা রাত
মজুরি সে,তো হাতুরে হাঘাতে জর্জরিত কিছু হাত।
মজুরি মানেই মিছিল, স্লোগান ও বঞ্চিতের অধিকার
মজুরি মানেই শিল্পায়নের তাবৎ ভাগিদার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।