সেই মাইয়েডা
- নাহিদ সরদার

সেই মাইয়েডা
মো: নাহিদ সরদার
(যে ভাষাতে গন্ধ আছে মায়ের)

আমাইগে বাড়ির পাশেই
সেই মাইয়েডার বাস
প্রাণটা জুড়োয় তাঁরে দেইয়ে
চোখ ফ্যালায়চে যেদিন ধোইরে - হইয়ে গেছে আমার সর্বনাশ।
বেকায়দা সব ভাললাগা তাঁর চোহে
আমি বেভুল ঠিক পড়িছি তরই মোহে
শুঁধু তাঁর একটু খানি উঠায় হেসে,
তাঁর প্রেমেতে গেলাম ফাইসে।
মেয়েডার যে কিরাম চাওয়া
দেখলি তা যায়না সওয়া
এওনে আমি সব সময় খালি দেহি তাঁরে
সময় পালি ইচ্ছে করে বসি ধারে।
তাঁরে ছাড়া সময় গুলো পয়সা অচল,
পালি তারে একটু দেহা অামি তওনে মেলা সচল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।