মিষ্টি নখ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে তিলোত্তমা তোমার হাতের নখ
দিয়ে আমার বক্ষ ক্ষত- বিক্ষত করে দাও,
তোমার হাতের নখের আঘাতে
আমার বক্ষ সুখ রোগে আক্রান্ত হবে।
.
আমি সুখ রোগে আক্রান্ত হতে চাই
আমার বক্ষ তোমার মিষ্টি নখের
আঘাত খেতে প্রস্তুত,
তোমার মিষ্টি নখের জন্য যে
আমি সুখ রোগে আক্রান্ত হতে পারব।
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।