হে মরিয়ম কবে তোমায়
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে মরিয়ম কবে তোমায় বাস্তবে দেখবো
কবে তোমার চোখে চোখ রাখব,
কবে তোমার সনে খুনসুটিতে মত্ত হবো
কবে তোমার ভালবাসা পাবো।
.
হে মরিয়ম কবে তোমার
হেমাঙ্গ ভালবাসার লালার প্রলেপ দেব,
কবে তোমায় নিজের করে পাবো
কবে তোমার সনে এক বিছানায় শুয়ে
নিষ্ঠুর রাত্রি পাড়ি দেব।
.
হে মরিয়ম কবে তোমার
ভালবাসার সাগরে গোসল করব,
কবে তোমায়
আদরে -সোহাগে মাতোয়ারা করব
বলে দাও মরিয়ম বলে দাও
নিজের সঙ্গে আর যে পারি না......
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।