চিঠি দিও !
- ফয়েজ উল্লাহ রবি
চিঠি দিও বন্ধু তুমি চিঠি দিও
হলুদ খামে লাল রঙ্গের চিঠি দিও
আমি কেমন আছি সেই খরবটা নিও।
তোমার নদী জলে ভরা আমার নদী শুকা,
ভালোবাইসা পাশে থাইকো দিও না কো ধোকা।
তোমার আকাশ আজো সাজে আমার আঁধার কালো
তোমার হাসি ঠোঁটের কোণে আজো আমি বাসি ভালো।
চিঠি দিও বন্ধু তুমি চিঠি দিও কেমন আছি সেই খবরটা নিও
সন্ধ্যাকাশে আলোর ঝলক দেখতে তোমায় একটি পলক
কোথায় থাকো কোন সূ-দূরে, এসো বন্ধু বুকে ফিরে।
জানুয়ারি ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।