কোটায় প্রেম
- ভ্রান্ত বিলাস - আদরের উপবাস
BCS কোটা,
সরকারি চাকরি কোটা,
মিডিয়া কোটা,
Bike কোটা,
DSLR কোটা-
কোন কোটায় নই বলে
ফেব্রুয়ারিতে ধেয়ে আসা-
Propose day, Rose day, chocolate day,
Teddy day, promise day, kiss day,
Valentine's day, slap day,
Kick day, perfume day,
flirting day, confession day,
Missing day, break day
- সবই ধরা ছোঁয়ার বাইরে।
'শহীদ দিবস' আর 'মাতৃভাষা দিবস'
এরাই আমার থাক।
আর সব চুলোয় যাক।
জানি.... "আঙ্গুর ফল টক"।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।