ব্যাচেলর
- নাহিদ সরদার
ব্যাচেলার
মো: নাহিদ সরদার
দিনের জমানো ক্লান্ত দেহগুলো বয়ে আনে রাত
প্রথম রাতেরগায়ে ঘুম নেই
গ্যাজাগেজি ও ছারপোকারা জেগে থাকে
শেষরাতে নিতান্তই আসে ঠাসাঠাসি ঘুম
অাধভাঙ্গা ঘুম চোখে নিয়ে দেখা হয় সাকালের রূপ
মুখ ধোয়া পানি নিয়ে কেউ চলে যায়
কেউবা আবার ডালের পানিতে ধুঁয়ে নেয় হাত
এখানে চালের অভাব থেকেই যায়
এখানে থাকার অভাব থেকেই যায়
এখানে পানির অভাব থেকেই যায়
তবুও যাবতীয় অভাব শেষ করে ফিরে আসে
বারো বাই বারো ঘরে ওরা বারো জন ব্যাচেলার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।