কারাগার
- নাহিদ সরদার
কারাগর
মো: নাহিদ সরদার
কারাগর খিলখিল করে হাসে
কখনও বা কাঁদে
কখনও বা মশকরা করে
এখানে চোরপুলিশের জানাশোনা বেশ
এখানে টাকার খেলা চলে রাত অব্দি
এখানে যা চাইবেন - তাই মেলে
এখানে কেউ কেই হয়ে যেতে পারে পাগল
এখানকার কথাগুলে বেশ জোরাল হাঘাত আনে।
এখানে পাপকে করা যায় পূন্য
এখানে পূন্য করা যায় পাপ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।