মরিয়ম মেয়েটা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মরিয়ম মেয়েটা খুব ধূর্ত
সবাই কে অবহেলা করে দেয় না গুরুত্ব,
মরিয়ম মেয়েটার ভাব হামবড়া
রূপ আছে বলে করে শুধু মসকরা।
.
মরিয়ম মেয়েটা থাকে বগুড়ার গাবতলী
অলীক সঙ্কোচে বন্ধ মনের অলিগলি,
মরিয়ম মেয়েটা করে অনেক প্রেম
প্রেম নিয়ে খেলে দিয়ে যায় গেম।
.
মরিয়ম মেয়েটা খোঁজে শুধু টাকাওয়ালা বর
বয়সের ভারে তার যৌবন খরখর,
মরিয়ম মেয়েটা চায় টাকাওয়ালা রাজপুত্র
সম্মানওয়ালা ছেলে তার কাছে নিছক ঘেটুপুত্র।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
৩০-০৬-২০১৮ ১৯:৪৭ মিঃ
না জেনে বোকার মত মন্তব্য করেন কিসে!
আপনি কি আমার সম্পর্কে জানেন।
কবিতা লিখতে পারেন না তাই অপরের কবিতা দেখে আপনার গাত্রদাহ হচ্ছে.....
প্রতিহিংসা পরিহার করুন।কবি কখনো হিংসুক হতে পারে না।
গুগলে দেখুন,পত্রিকায় দেখুন আমি কে???
২৮-০৬-২০১৮ ০৩:১৮ মিঃ
তুমি কি আধুনিক কবিতা পড় নাই । তোমার এলাকায় কোন প্রতিষ্ঠিত কবি নেই? ১৮০০+ কবিতা লিখে ফেলেছ কিন্তু কবিতা কি তাই জানো না
২৪-০৬-২০১৮ ২১:৫০ মিঃ
মরিয়ম মেয়েটা খোঁজে শুধু টাকাওয়ালা বর
বয়সের ভারে তার যৌবন খরখর,
মরিয়ম মেয়েটা চায় টাকাওয়ালা রাজপুত্র
সম্মানওয়ালা ছেলে তার কাছে নিছক ঘেটুপুত্র।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।