ন তু ন !
- ফয়েজ উল্লাহ রবি
নতুন করে জাগবে আবার
নবাব হয়ে উঠে,
নয় পরাজয় মেনে নেয়া
যেমন দাঁড়ায় উটে ।
নগদ ভেবে বাকীর খাতা
নব্য শাসক সেজে,
নব সুরে বাজবে যে গান
নিশি উঠবে বেজে ।
নর পশু সব পালায় দূরে
নতুন সূর্য উঠে,
নদীতে সব মাঝি-মাল্লা
কৃষক চলে মাঠে ।
আসবে আবার নতুন দিন
নব প্রভাত আলো,
নকল হাসি র'বে না আর
হবে সবই ভালো।
শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫, ২৯ জুন ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।