লা জ
- ফয়েজ উল্লাহ রবি

মানুষ নামের যন্ত্রটা আজ
হয়ে গেছে অকেজো,
সে বদলে রূপ অন্য রূপে
যেনো হয়েছে জুজু ।
--- মানবতা যাদুঘরে
বন্দি নীরবে কাঁদে,
অল্প দিনে এই যে জীবন
প্রাসাদ তবু বাঁধে ।
যাবে চলে শূন্য হাতে
রেখে যাবে কাজ,
ভালো করলেই ভালো পাবে
হয়না তবু লাজ।

শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫
২৯ জুন ২০১৮

অর্থ-
অকেজো-অকর্মণ্য, অব্যবহার্য
জুজু- কল্পিত ভয়, শিশুদের মনে ভয় সঞ্চার করবার জন্য কল্পিত প্রাণীর নাম।
লাজ-লজ্জা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।