ভালবাসার প্রতিহারী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তুমি তো চলেই যাচ্ছো মম মনে প্রভঞ্জন তুলে
তোমাকে নিয়ে সন্দর্ভ করা কবিতা কে ভুলে,
আমি প্রথিতনামা তোমার কাছে মূল্যহীন
টাকাওয়ালা ছেলে তো তোমার কাছে ভালবাসার তৃণ।
তোমাকে ভালবেসে মনের কাছে করেছি সতত ঋণ
তাই মন থেকে দিবো নাকো আর তোমায় ভালবাসার ভ্যাক্সিন
তুমি তো আমায় ভাবো ভালবাসার প্রতিহারী
তাই বারংবার মন থেকে দাও আমায় তাড়ি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩০-০৬-২০১৮ ২০:০০ মিঃ

থেকে দিবো নাকো আর তোমায় ভালবাসার ভ্যাক্সিন
তুমি তো আমায় ভাবো ভালবাসার প্রতিহারী
তাই বারংবার মন থেকে দাও আমায় তাড়ি।