নির্মলেন্দু গুণ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে নির্মলেন্দু গুণ
হে কবিতার কাপ্তান,
তোমার সঙ্গে পারব কি দেখা করতে
নাকি তোমার বক্ষে জমেছে অহঙ্কারের কিমুলোনিম্বাস।
.
হে নির্মলেন্দু গুণ
হে কবিতার কাপ্তান,
তোমায় দেখবো কবে
তোমার সঙ্গে কুটুম্বিতা হবে কবে
আমি সেই চিন্তায় বিভোর।
.
হে নির্মলেন্দু গুণ
হে কবিতার কাপ্তান,
কূপমণ্ডূক হয়ো নাকো
একটু দেখা দাও
কেউকেটা বলে করো না উপহাস
তোমাকে দেখা যে আমার মনের আশ।
.
হে নির্মলেন্দু গুণ
হে কবিতার কাপ্তান,
তোমার জন্য হয়েছে গোদের ওপর বিষ ফোঁড়া
হে নির্মলেন্দু গুণ
হে কবিতার কাপ্তান
কবে দিবে আমার চোক্ষে ধরা
তোমাকে দেখার আশে মন যে হয়েছে মাতোয়ারা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।