আমার কাছে আমি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা
আমার কাছে আমি
========
মোঃ আব্দুল্লাহ আল মামুন
================
পরিচিত এই নগরে আমি এক অপরিচিত মুখ।
ব্যস্ত বিকালে এক কাপ চায়ে,
খুঁজে পেয়েছি আমি তোমার সুখ।
আমি কোলাহল ভরা মানুষের ভিরে একা।
আমি যেই পথে চলি, সেটা আঁকাবাঁকা।
চলেগেছে সেই পিচঢালা পথ ,
এই শহর ছেড়ে গ্রামের শেষ প্রান্তে,
তুমি কেমন আছো সেটা জানতে।
আমি রোদের তাপে এক টুকরো শান্ত বাতাস।
বিকালের এক কাপ গরম চায়ে তোমাকে খুঁজি।
তোমার ঠোটের ছোয়া শান্তিতে খুঁজি।
ভালোবাসা বলতে ভাবনাকে বুঝি।
আমি চেনা শহরে অচেনা পথিক।
নাই বা জানিলে আমাকে।
নাইবা দেখিলে অচেনা মুখখানি,
তোমার বারান্দায় আমি না গেলাম।
না জানিলাম তোমার চাপা ফুল ফুটেছে কিনা।
না রাখিলাম তোমার অলস ঠোটে ঠোট,
আমি তো আর চায়ের কাপ নই।
আমার কাছে আমি।
এই পথের ধারে আমি।
তোমার পরিচিত নাইবা হলাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৩-০৯-২০১৮ ০০:৩৭ মিঃ
আমার কাছে আমি
========
মোঃ আব্দুল্লাহ আল মামুন
================
পরিচিত এই নগরে আমি এক অপরিচিত মুখ।
ব্যস্ত বিকালে এক কাপ চায়ে,
খুঁজে পেয়েছি আমি তোমার সুখ।
আমি কোলাহল ভরা মানুষের ভিরে একা।
আমি যেই পথে চলি, সেটা আঁকাবাঁকা।
চলেগেছে সেই পিচঢালা পথ ,
এই শহর ছেড়ে গ্রামের শেষ প্রান্তে,
তুমি কেমন আছো সেটা জানতে।
আমি রোদের তাপে এক টুকরো শান্ত বাতাস।
বিকালের এক কাপ গরম চায়ে তোমাকে খুঁজি।
তোমার ঠোটের ছোয়া শান্তিতে খুঁজি।
ভালোবাসা বলতে ভাবনাকে বুঝি।
আমি চেনা শহরে অচেনা পথিক।
নাই বা জানিলে আমাকে।
নাইবা দেখিলে অচেনা মুখখানি,
তোমার বারান্দায় আমি না গেলাম।
না জানিলাম তোমার চাপা ফুল ফুটেছে কিনা।
না রাখিলাম তোমার অলস ঠোটে ঠোট,
আমি তো আর চায়ের কাপ নই।
আমার কাছে আমি।
এই পথের ধারে আমি।
তোমার পরিচিত নাইবা হলাম।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।