দেবী -০৬
- আবরার আকিবসদ্য ঝড়ে পড়া এক শুকনো এক গোলাপ কে একদিন সযত্নে তুলে এনেছিলাম মাটি হতে, তারে সুগন্ধি মৃগনাভির সাথে পানি মিশিয়ে রেখে দিয়েছিলুম আমার সবচেয়ে প্রিয় ফুলদানীতে চেয়েছিলাম শুকনো ফুলের সৌরভ যেন আবার পুনরায় সুভাস ছড়াক, তার পাপড়িতে যেন নবপ্রাণ ফিরে আসুক না সেই গোলাপের আড়ালে লুকিয়ে ছিল একটা কেউটে সাপ যে কেউটে সাপ ঝড়ে পড়ার আগে গোলাপের পাশে ছিল, পরম যত্নে যখন গোলাপ কে আমি আকড়ে ধরতে গেলাম কেউটে সাপ ছোবল দিল আমায় ভেঙে গেল আমার সবচেয়ে প্রিয় ফুলদানী। শুকনো সে গোলাপের যত্ন এরপর আর কেউ নেয়নি অযত্নে, অবহেলায় শুকনো সেই গোলাপটি মৃত্যুর অপেক্ষা করতেছে, কেউটে সাপটি আজীবন তাকে ছোবল দিয়ে যাবে। আর আমি বহু দুর হতে সেই গোলাপ কে ভালবেসে যাব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।