মাধবীলতা তুমি সুখের উষ্ণতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - মোঃ আব্দুল্লাহ আল মামুন

মাধবীলতা তুমি সুখের উষ্ণতা
_______==========
তোমার ঠোটের উষ্ণ স্পর্শ ,
আমাকে ভুলিয়ে দেয় সেই দুনিয়ার যতো গ্লানি।
আমি প্রেমিক হতে পারিনি ।
এই কথা আমি একবাক্যে মানি।


তবু তোমার ঠোটে রাখতে চাই আগামীর যতো সুখ।
আর হাড়িয়ে যেতে চাই শেষরাত্রি হয়ে।
আমি আবার হয়তো ফিরে আসবোনা।
এই আমার শেষ আগমন।
তবে এই যাত্রা আমি স্মরণীয় করে রাখবো।


তোমার উষ্ণ আলিঙ্গনে।
মাধবীলতা তুমি এক ফোটা হাসি,
তুমি সুখের উষ্ণতা।


আর আমি ফাগুনের এক চিলতে রোদ মাখাই সুখে।
আমার প্রাণ যৌবন ফিরে পায়।
তোমাকে দেখে,.।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।