সুজন মাঝি
- রফিকুল ইসলাম রফিক

সবাই দ্যাখে উপর খানা
খোলশের বাহার
আর্টিস্টিক এ্যাক্টিভিটিস
কুশল ব্যবহার।
কি আছে কী নেই ভেতরে
কেউ দ্যাখেনা তার।

এরাই সুজন মাঝি
স্রোতের সাথে তাল মিলিয়ে
হাল ধরতে জানে
সেলিব্রেটি এরাই আজ
তাই সকলে মানে।
ঠিক বেঠিকের নাইরে বিচার
সময় হাতে কই
এরাই নাকি সমাজ ফিচার
এরাই মানানসই।
এরাই কাজের কাজী।
১৪/০৮/২০১৮.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।