দুখিনী মা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

দুখিনী মা
আর কত দেখবো তোমার কষ্ট,
আমি তোমার ছেলে হয়েও
পারি না তোমার কষ্ট করতে নষ্ট।
.
দুখিনী মা
আর কতকাল দেখবো তোমার কষ্ট,
দৈন্যদশা যে আমায়
করছে আড়ষ্ট।
.
দুখিনী মা
শত কষ্ট বুকে নিয়ে করো কেন মোরে আদর
তোমার ভালবাসা
করছো যে মম প্রাণ কাতর।
.
দুখিনী মা কবে তোমার দুঃখ
করব আমি লাঘব,
আর কবেই আমি হবো
এ বিশ্বের রাঘব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।