ফেসবুক কাব্য-তিন
- ফয়েজ উল্লাহ রবি
চলো এবার তোমার পালা!
ভুলে গিয়ে মনের জ্বালা।
নতুন করে পরিচয়ে-ভালোবাসার অভিনয়ে
সাজাই মিলন মেলা!
যে জন তোমার ঘর ভেঙ্গেছে
বিনা কারণ বিনা দোষে,
-তবু তারে রাখো মনে
বলো? এই সুখ কী-সে?
আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে
এই বাড়ালাম হাত,
স্বপ্ন আমার ঘুমেই ছিলো
হয়নি শেষ আর রাত !
না জেনেও জানার করে ভান
বড়-বড় কথার ছড়ায় বান!
আসলে সবই নকল মিছে
ছুটছে সবাই ভুলের পিছে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।