নারী সব বিলিয়ে দেবে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
যে নারী সব কিছু বিলিয়ে দিবে
বিএলও এর জন্য,
সেই নারী খেতে পারবে
আমার গৃহের অন্ন।
.
যে নারী বিএলও এর জন্য
হবে দৈন্য,
সেই নারী কে আমার ভালবাসা
করবে ধন্য ধন্য।
.
যে নারী বিএলও এর জন্য
হবে কষ্টের রাণী,
সে হবে আমার প্রেমাস্পদা
হবে আমার যুবজানি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৭-১০-২০১৮ ১৪:২৩ মিঃ
যে নারী বিএলও এর জন্য
হবে কষ্টের রাণী,
সে হবে আমার প্রেমাস্পদা
হবে আমার যুবজানি।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।