ধর্মের জেলখানা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্মের জেলখানায়
হে মনুষ্য বন্দি থাকবে কতদিন,
ধর্ম ধর্ম করে মানবতা
হারিয়ে হচ্ছো কেন অর্বাচীন?
.
আর কতকাল থাকবে
ধর্মের জেলখানায় বন্দি,
ধর্ম ধর্ম করে
নিষের মনুষ্যত্ব কতবার দিবে দণ্ডি।
.
ধর্মের জেলখানায় বন্দি
থেকে কতকাল করবে ধর্মের বড়াই,
হে মনুষ্য ধর্ম কি?
ধর্ম তো মনুষ্যের মাঝে
বিভেদ সৃষ্টি করার জন্য কোরে লড়াই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-১০-২০১৮ ১৯:৫০ মিঃ

ধর্মের জেলখানায়
হে মনুষ্য বন্দি থাকবে কতদিন,
ধর্ম ধর্ম করে মানবতা
হারিয়ে হচ্ছো কেন অর্বাচীন?
.
আর কতকাল থাকবে
ধর্মের জেলখানায় বন্দি,
ধর্ম ধর্ম করে
নিষের মনুষ্যত্ব কতবার দিবে দণ্ডি।
.
ধর্মের জেলখানায় বন্দি
থেকে কতকাল করবে ধর্মের বড়াই,
হে মনুষ্য ধর্ম কি?
ধর্ম তো মনুষ্যের মাঝে
বিভেদ সৃষ্টি করার জন্য কোরে লড়াই।