প্রিয় বিশাখা (গীত)
- ফয়েজ উল্লাহ রবি

সখি তোমায় ভালোবেসে ‘তুই বলে তুই’ আমি ডাকি
বুকের মাঝে যতন করে রাখি তোরে প্ররাণ পাখি।।

“তুমিতে যে যতো যাদু তুই তে ততো মধু”
যাদু-মধু দুইটারে এক সাথে দেখা শুধু ।।
সখি তোর মনের আকাশ ঊড়ছে আমার ঘুড়ি
তবু আকাশ আরো রইল বাকী ।।ঐ

আমার মনের ঘরে যতন করে তোমায় সখি রাখা
প্রাণ পাখিটা তোমায় ডাকে প্রিয় বিশাখা ।।
সখি তোর মনের নদী জলের খেলা দেখা-দেখি
কাটে বেলা সন্ধ্যার আরো ফাঁকি।।ঐ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।