এসো ভালবাসা কে জাগ্রত করি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমার ঠোঁটে আমার ঠোঁট
তোমার হাতে আমার হাত,
তোমার উরুতে আমার উরু
তোমার পায়ে আমার পা
তোমার বুকে আমার বুক।
.
এসো মিলেমিশে একাকার হয়ে যাই
ঘুমন্ত ভালবাসা কে জাগ্রত কোরে তুলি
সতেজ কোরে তুলি
এসো এসো এসো কাছে এসো
আর দূরে থেকো না
তোমার আমার ভালবাসার ঐক্যজোট করি
ভালবেসে কাছে এসে
ডুবে দেই লজ্জার তরী।
.
এসো তিলোত্তমা এসো কাছে এসো
দূরে থেকে ভালবাসার বাড়িও না কষ্ট,
তুমি আমি মিশে গেলে
ভালবাসার কষ্ট হবে নষ্ট।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-১০-২০১৮ ২০:০৯ মিঃ

তোমার ঠোঁটে আমার ঠোঁট
তোমার হাতে আমার হাত,
তোমার উরুতে আমার উরু
তোমার পায়ে আমার পা
তোমার বুকে আমার বুক।
.
এসো মিলেমিশে একাকার হয়ে যাই
ঘুমন্ত ভালবাসা কে জাগ্রত কোরে তুলি
সতেজ কোরে তুলি
এসো এসো এসো কাছে এসো
আর দূরে থেকো না
তোমার আমার ভালবাসার ঐক্যজোট করি
ভালবেসে কাছে এসে
ডুবে দেই লজ্জার তরী।