পায়াভারি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমার পায়াভারি বলে করছো অহংকার
আমি ঘুন পোকা হয়ে আসতেছি,
আস্তে আস্তে তোমার পায়া
টুকরা টুকরা করে করবো একাকার।
.
তোমার পায়াভারি বলে
করছো যাচ্ছেতাই,
আমি ঘুন পোকা আসতেছি
তোমার পায়ার রক্ষা নাই।
.
তোমার পায়াভারি মনোভাব কে করব আমি
ভালবাসার চুলায় দহন,
একদিন এই অবহেলিত ছেলের কাঁধে
কাঁধ রেখে নিজেকে করতে চাইবে বহন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-১০-২০১৮ ১৪:১৪ মিঃ

তোমার পায়াভারি বলে করছো অহংকার
আমি ঘুন পোকা হয়ে আসতেছি,
আস্তে আস্তে তোমার পায়া
টুকরা টুকরা করে করবো একাকার।
.
তোমার পায়াভারি বলে
করছো যাচ্ছেতাই,
আমি ঘুন পোকা আসতেছি
তোমার পায়ার রক্ষা নাই।
.
তোমার পায়াভারি মনোভাব কে করব আমি
ভালবাসার চুলায় দহন,
একদিন এই অবহেলিত ছেলের কাঁধে
কাঁধ রেখে নিজেকে করতে চাইবে বহন।