দোষটা কাকে দিবো
- ফাইয়াজ ইসলাম ফাহিম

নিষিদ্ধ পল্লীতে পেটের দায়ে
অবাধ্য যৌনতা কে শাসন করে
কতিপয় মেয়ে
তাদের কে পতিতা বলা হয়
সমাজের নিকৃষ্ট মানবী বলা হয়।
.
আর যারা উলঙ্গ হয়ে ড্যান্স করে
শরীরটা বাহির করে পর্দায় দেখায়
তাদের কে সমাজ নায়িকা বলে,
তাদের কে রাষ্ট্র কতই না সম্মান দেয়
প্রতি বছর পুরস্কার দেয়
অথচ এরাই যৌনতাকে উস্কে দেয়।
.
আর যারা অবাধ্য যৌনতা কে দমন
করে আমরা তাদের পতিতা বলি
ঘূর্ণা করি
সমাজে এক ঘরে করে রাখি
আসলে দোষটা কাকে দিবো
সমাজ কে,নাকি পতিতা কে, নাকি রাষ্ট্র কে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।