অধমর্ণ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি চিরজীবনের জন্য অধমর্ণ তোমার
কাছে মা,
আমি শত কষ্ট দেই
তবুও তুমি ভাবো আমায় তোমার ছা!
.
মা তোমার কোন আদেশ কে
করিনি আমি মূল্য,
তবুও তুমি ভাবো আমায়
হীরা মানিক সমতুল্য।
.
ছুঁচোর কেত্তন সব সময়
লেগে থাকতো তোমার সঙ্গে,
তুমি কাঁদতে
আর আমি থাকতাম রঙ্গে।
.
মা তবুও তুমি বাবা বলে ডেকে
করো আমায় আদর,
সহস্র কষ্ট দিয়ে পারলাম না
তোমার ভালবাসা কে কাতর....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-১১-২০১৮ ১১:২৬ মিঃ

ছুঁচোর কেত্তন সব সময়
লেগে থাকতো তোমার সঙ্গে,
তুমি কাঁদতে
আর আমি থাকতাম রঙ্গে।
.
মা তবুও তুমি বাবা বলে ডেকে
করো আমায় আদর,
সহস্র কষ্ট দিয়ে পারলাম না
তোমার ভালবাসা কে কাতর....