কাষ্ঠহাসি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কাষ্ঠহাসি হেসে
দেখাই মানুষ কে সুখ,
আসলে আমি সুখে নেই
কষ্ট ভরা যে বুক।
.
কাষ্ঠহাসির মাঝে
শত কষ্ট করে খেলা,
কাষ্ঠহাসি দেখে
কমাই নিজের জ্বালা।
.
কাষ্ঠহাসি দেখাই
সবাই যেন থাকে খুশি,
আসলে আমার কষ্টের অন্ত নেই
বুকে তুষের অনল পুষি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।